
গণঅভ্যুত্থানের অংশীদারদের বিভাজনের ফলে পতিত ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মেরুল বাড্ডায় ‘৩৬ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ’ স্মরণে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, পতিত ফ্যাসিবাদ যে মাথাচাড়া দিয়ে উঠেছে, তার আলামত গোপালগঞ্জে দেখা গেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর হামলা হয়েছে। এজন্য একতাবদ্ধ থাকতে হবে, তা না হলে আমরা পরাজিত হব।
এ সময় রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি যেসব স্লোগান দিচ্ছে, তার সমালোচনা করে তিনি বলেন, জঘন্য ও নোংরা ভাষায় সমালোচনা করলে রাজনীতিতে পরস্পরের প্রতি সহাবস্থান থাকবে না।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর বিলোপ এবং শাসনতন্ত্র পরিবর্তনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, যারা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার দরকার নেই। যারা বোঝে, তারাই রাজনীতি করবে।
নিজস্ব প্রতিবেদক 







































