
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভাড়প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্কে কটুক্তির প্রতিবাদে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার শ্রমিক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো আবুল শেখ, সিনিয়র সহ সভাপতি মিঠু সরদার, সাধারণ মো সোহেল শেখ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান (আনিস),শ্রমিক দলের আঞ্চলিক সভাপতি সাহেদ রহমান (তুরান), সাধারণ সম্পাদক সাদ্দাম শেখ, বালিয়াকান্দি
সদর ইউনিয়ন সভাপতি মো রাজ্জাক শেখ, সাধারণ সম্পাদক মো. আকরাম শেখ, সাংগঠনিক সম্পাদক লিমন মন্ডল সহ সকল ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মীরা।
এসময় উপজেলা শ্রমিকদলের সভাপতি মো আবুল শেখ সাংবাদিদের বলেন এই অন্তরবর্তী সরকার বর্তমানে দেশের আইনশৃঙ্খলা অবনতির জন্য দায়ী। বর্তমানে দেশে গুম খুন ছিনতাই বৃদ্ধি পেয়েছে প্রশাসন চরম ভাবে ব্যর্থ হয়েছে। এই আইনশৃঙ্খলা অবনতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা বিএনপির ভাড়প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলাতে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অংশ গ্রহন করবো। একটি মহল আগামী জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত করছে আমরা ঐক্যবদ্ধভাবে সকল স্বরযন্ত্র কারীর মোকাবেলা করবো। অনতিবিলম্বে দেশ ও মানুষের স্বার্থে এই সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের জন্য আবহবান জানাচ্ছি।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 






































