
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধি
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক নিয়ে ত্রি-পক্ষীয় মাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২১জুলাই ) বেলা ২ টায় বিদ্যালয় হলরুমে বিদ্যালয় কমিটির আয়োজনে এইসভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হেডম্যান ক্যসুইথুই মারমা সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যইমং মারমা, সহকারি প্রধান শিক্ষক কনক বড়ুয়া বিষয়ভিত্তিক শিক্ষক হাসনাত রোকন, অভিভাবক হারাধন কর্মকার, মইচিং মারমা, জান্নাতুল ফেরদৌস সহ প্রায় অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি( ইউএন ও) সজীব কান্তি রুদ্র তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে কিনা এবং এর কুফল সম্পর্কে অভিভাবকদের ধারণা দেয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, কিছুদিন পরপর শিক্ষার্থীদের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অভিভাবকদের খবরাখবর নিতে হবে এবং লেখাপড়ার বিষয়ে খবরাখবর নেয়ার জন্য অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধি 



































