
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত মেধাবী ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
হাতীবান্ধা উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৮ জন শ্রেষ্ঠ মেধাবীশিক্ষার্থী কে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস্ স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২-২০২৩ সেশনের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থীদের উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে পুরস্কার স্বরুপ ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, শিক্ষার্থীসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট প্রতিনিধি 







































