শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষেতলালে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু 

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি 

জয়পুরহাটের ক্ষেতলালে বজ্রপাতে জসিম (২৫) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জসিম গাইবান্ধা জেলার দক্ষিণ সমর এলাকার আনিজল ইসলামের ছেলে।

২৪ (জুলাই) সকাল ৯ টায় উপজেলার আলামপুর ইউনিয়নের সহলাপাড়া -সুলতানপুর গ্রামের মাঝখানে মাঠে এ ঘটনাটি ঘটে।

নিহতের সাথে থাকা ব্যক্তি শফিউল জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও তারা বেশ কয়েকজন সহলাপাড়া সহ আশেপাশের  গ্রামে ধান রোপনের কাজ করতে এসেছে। ঘটনার আজ সকালে সহলাপাড়া গ্রামের সুজার জমিতে ধানের বীজ লাগানোর উদ্দেশ্যে ৭ জন  রওনা দেয়। বীজ লাগানোর সময় বজ্রবৃষ্টি সহ বৃষ্টি আসলে নিরাপদ আশ্রয়ে চলে যান সবাই কিন্তু নিহত জসিম জমির পাশে ইউক্লেক্টর গাছের নিচে আশ্রয় নেয় এ সময় বজ্রপাতে তিনি তাৎক্ষণিক নিহত হন।

বজ্রপাতে জসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এস এম কামাল হোসাইন।

জনপ্রিয়

ইরানে সরকার পতনে বিপ্লবী গার্ডের ওপর হামলার আহ্বান পাহলভির

ক্ষেতলালে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু 

প্রকাশের সময় : ০৫:৩৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি 

জয়পুরহাটের ক্ষেতলালে বজ্রপাতে জসিম (২৫) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জসিম গাইবান্ধা জেলার দক্ষিণ সমর এলাকার আনিজল ইসলামের ছেলে।

২৪ (জুলাই) সকাল ৯ টায় উপজেলার আলামপুর ইউনিয়নের সহলাপাড়া -সুলতানপুর গ্রামের মাঝখানে মাঠে এ ঘটনাটি ঘটে।

নিহতের সাথে থাকা ব্যক্তি শফিউল জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও তারা বেশ কয়েকজন সহলাপাড়া সহ আশেপাশের  গ্রামে ধান রোপনের কাজ করতে এসেছে। ঘটনার আজ সকালে সহলাপাড়া গ্রামের সুজার জমিতে ধানের বীজ লাগানোর উদ্দেশ্যে ৭ জন  রওনা দেয়। বীজ লাগানোর সময় বজ্রবৃষ্টি সহ বৃষ্টি আসলে নিরাপদ আশ্রয়ে চলে যান সবাই কিন্তু নিহত জসিম জমির পাশে ইউক্লেক্টর গাছের নিচে আশ্রয় নেয় এ সময় বজ্রপাতে তিনি তাৎক্ষণিক নিহত হন।

বজ্রপাতে জসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এস এম কামাল হোসাইন।