
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী (রাঙামাটি)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিমান বিধ্বস্তের ঘটনায় নি/হত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার উক্যছাই মারমার পরিবারের প্রতি সমবেদন ও শোক জানাতে তাদের বাড়িতে গেলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ভিডিও কলে যুক্ত হয়ে উক্যছাই মারমার বাবার সাথে কথা বলেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান।
২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় নি/হত শিক্ষার্থী উক্যছাই মারমার পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যাওয়া নেতাকর্মীদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোর্সেদ আলমের নেতৃত্বে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
এ সময় নিহ/ত উক্যছাই মারমার বাবাকে ভিডিও কলের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী শোকাহত পরিবারকে সমবেদনা ও শোক শান্তনা দেন।
এসময় নি/হতর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী (রাঙামাটি) 







































