মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রতীকী ছবি

মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ বিশ্বাস (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার মৌরাট ইউনিয়নের কাশেম মহাজনের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের আশূরহাট গ্রামের বাসিন্দা এবং হাজী শহিদ বিশ্বাসের ছেলে।
পাট্টা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাকির হোসেন জানান, সাদ বিশ্বাস মোটরসাইকেলে করে আশূরহাট থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। উভয় মোটরসাইকেলের গতি বেশি থাকায় দুর্ঘটনাটি ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাদকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু বাংলাদেশ হাট এলাকায় পৌঁছানোর পর সাদ আরও অসুস্থ হয়ে পড়লে তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহউদ্দীন বলেন,শনিবার সকালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে থানা পুলিশের একটি দল পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জনপ্রিয়

যশোর বাঘারপাড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের দোয়া

রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রকাশের সময় : ০৫:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ বিশ্বাস (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার মৌরাট ইউনিয়নের কাশেম মহাজনের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের আশূরহাট গ্রামের বাসিন্দা এবং হাজী শহিদ বিশ্বাসের ছেলে।
পাট্টা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাকির হোসেন জানান, সাদ বিশ্বাস মোটরসাইকেলে করে আশূরহাট থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। উভয় মোটরসাইকেলের গতি বেশি থাকায় দুর্ঘটনাটি ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাদকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু বাংলাদেশ হাট এলাকায় পৌঁছানোর পর সাদ আরও অসুস্থ হয়ে পড়লে তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহউদ্দীন বলেন,শনিবার সকালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে থানা পুলিশের একটি দল পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।