
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন- বিদেশ থেকে লোক ভাড়া করে এনে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। তিনি বলেন, জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্যই নির্বাচন চায় বিএনপি। শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘রাতারাতি নয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে।
পৃথক এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না করতে পারলে সংস্কার করেও লাভ হবে না।
সকালে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। যাতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন, সংস্কার, নির্বাচনসহ নানা প্রসঙ্গে।
কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, ‘কিছু লোক বৈঠক করে সংস্কার করলেই হয় না। এটি একটি প্রক্রিয়ার বিষয়।
সিরডাপ মিলনায়তনে পৃথক এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম সমাজকে গ্রাস করে ফেলছে। এর মাধ্যমেই তৈরি হচ্ছে মব।’
রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না করতে পারলে সংস্কার করেও লাভ হবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। হাসিনা ও আওয়ামী লীগ হিটলারের অনুসারী মন্তব্য করে তিনি বলেন, ‘পারলে সুশাসন প্রতিষ্ঠা হবে না।’
অন্যদিকে, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শহীদ ফাইয়াজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান রিজভী।
নিজস্ব প্রতিবেদক 







































