
দেলোয়ার হোসেন , ঢাকা ব্যুরো
কেরানীগঞ্জের কদমতলী গোল চক্করে জুলাই আগস্ট অভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শনী , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা জেলা জামায়াতে ইসলামী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা জেলা আমিন মাওলানা দেলোয়ার হোসাইন ।
বক্তব্য রাখেন ঢাকা ৩ আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম।
ঢাকা ২ আসনের জামাত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান।
এছাড়া অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ মডেল থানা পূর্ব আমিন ডাক্তার ইমাদুল ইসলাম, কেরানীগঞ্জ দক্ষিণ শাখা আমির এডভোকেট আব্দুর রাজ্জাক সহ জামাত এর বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ ।
আলোচনা সেবা শেষে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ও ঢাকা জেলা জামাতের আমির মাওলানা দেলোয়ার হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের ও আহতদের কথা কখনোই ভুলে যাওয়া যাবে না। যারা তাদেরকে অবজ্ঞা করবেন তারা দেশের সাথে বেঈমানি করবেন । শহীদের রক্তের সাথে কখনো বেইমানি করা চলবে না । ফ্যাসিবাদী সরকার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই তাদের রক্তের প্রতিটি কণা দেশের মানুষের জন্য পবিত্র ।
দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করতে হবে । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামাত নেতা মীর আতাউর রহমান।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 





























