শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন, সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মহিলা বিষয়ক সম্পাদক মুসলেহা মাহবুব প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। অথচ আজ আমরা এমন একটি বাস্তবতার মুখোমুখি হয়েছি, যেখানে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আমাদের কোমলমতি শিশুরা। আমরা আজ একত্র হয়েছি একটি ন্যায্য, যুক্তিসঙ্গত ও মানবিক দাবিকে সামনে রেখে—প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সবার জন্য উন্মুক্ত করার দাবি নিয়ে। দেশের বিভিন্ন প্রান্তে অনেক শিক্ষার্থী, বিশেষ করে গ্রামীণ অঞ্চলের ছাত্রছাত্রীরা, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না—যা অসংখ্য মেধাবী শিশুর ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করছে। আমরা মনে করি, একটি শিশুর মেধা যাচাইয়ের সবচেয়ে বড় সুযোগ এই বৃত্তি পরীক্ষা। এটি শুধু সম্মান বা পুরস্কার নয়—বরং এটি আত্মবিশ্বাস, উৎসাহ ও ভবিষ্যতের প্রতি দায়িত্বশীলতার ভিত্তি তৈরি করে। তাই আমরা জোর দাবি জানাচ্ছি, সব শিক্ষার্থীর জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, ভুল তথ্য, ভুল নীতিমালা বা প্রশাসনিক জটিলতায় কেউ যেন এ পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার দ্রুত সমাধান করতে হবে।

এই দাবিকে সামনে রেখে আজ আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে একটি স্মারকলিপি প্রদানের জন্য কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার এঁর হাতে তুলে দিয়েছি, আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।
সবশেষে আমরা বলতে চাই—মেধার দরজা বন্ধ করে কোনো জাতি এগোতে পারে না। শিক্ষা হোক সবার অধিকার, সবার জন্য সমান সুযোগ।

মানববন্ধনে উপজেলার ৯৬ টি কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোলে কুলি-শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশের সময় : ০১:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন, সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মহিলা বিষয়ক সম্পাদক মুসলেহা মাহবুব প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। অথচ আজ আমরা এমন একটি বাস্তবতার মুখোমুখি হয়েছি, যেখানে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আমাদের কোমলমতি শিশুরা। আমরা আজ একত্র হয়েছি একটি ন্যায্য, যুক্তিসঙ্গত ও মানবিক দাবিকে সামনে রেখে—প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সবার জন্য উন্মুক্ত করার দাবি নিয়ে। দেশের বিভিন্ন প্রান্তে অনেক শিক্ষার্থী, বিশেষ করে গ্রামীণ অঞ্চলের ছাত্রছাত্রীরা, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না—যা অসংখ্য মেধাবী শিশুর ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করছে। আমরা মনে করি, একটি শিশুর মেধা যাচাইয়ের সবচেয়ে বড় সুযোগ এই বৃত্তি পরীক্ষা। এটি শুধু সম্মান বা পুরস্কার নয়—বরং এটি আত্মবিশ্বাস, উৎসাহ ও ভবিষ্যতের প্রতি দায়িত্বশীলতার ভিত্তি তৈরি করে। তাই আমরা জোর দাবি জানাচ্ছি, সব শিক্ষার্থীর জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, ভুল তথ্য, ভুল নীতিমালা বা প্রশাসনিক জটিলতায় কেউ যেন এ পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার দ্রুত সমাধান করতে হবে।

এই দাবিকে সামনে রেখে আজ আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে একটি স্মারকলিপি প্রদানের জন্য কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার এঁর হাতে তুলে দিয়েছি, আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।
সবশেষে আমরা বলতে চাই—মেধার দরজা বন্ধ করে কোনো জাতি এগোতে পারে না। শিক্ষা হোক সবার অধিকার, সবার জন্য সমান সুযোগ।

মানববন্ধনে উপজেলার ৯৬ টি কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ অংশগ্রহণ করেন।