
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন খালিয়া একতা যুব সংঘের আংশিক কমিটি ঘোষনা করা হয় এতে সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ বাহারুল ইসলাম এর নাম ঘোষনা করা হয়। এছারা কমিটির অন্যনরা হলেন, সিনিয়র সহ সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পরান মল্লিক, সাংগঠনিক সম্পাদক সজল মাহমুদ। নিব নির্বাচিত কমিটিকে আগামী ১মাসের পূর্ণাঙ্গ কিমিটি করার আহবান জানানো,হয়েছে। খালিয়া একতা যুব সংঘ এর প্রতিষ্ঠাতা এমডি মুহাম্মদ আলীর সাথে মুঠো ফোনে জানায়, বিগত ৩ বছর আমি প্রবাসে আছি। সংগঠনের কর্মকাণ্ড বড় পরিসরে করার জন্য আমাদের এক ব্যাচ সিনিয়র দের কে যুক্ত করি। কমিটিতে তাদের আনার পর থেকে সংগঠনে বিশৃঙ্খলা বেশি সৃষ্টি হয়। আমি শান্তির পক্ষে, এমত অবস্থায়, আমি গ্রামের সাধারণ মানুষের সাথে থাকতে চাই। যারা সংগঠন শুরু করেছিল তাদের সাথে আমি একমত হয়ে পূর্বের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করে নতুন করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।
আমাদের এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক, আমরা দেশ ও মানুষের কল্যানে কাজ করি করোনা কালিন সময়ে আমাদের এই সংগঠনের সদস্যরা মানুষের জন্য কাজ করেছে এবং ব্যপক প্রশংসা অর্জন করেছে। যেকোন দুর্যোগে আমাদের সংগঠন মানুষের পাশে থাকবে এটাই আমদের প্রত্যয়।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 




































