
বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ – ৫ প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২ আগষ্ট ) দুপুরে খয়ের উদ্দিন ডিগ্রি ফাজিল মাদ্রাসার হল রোমে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আলতাফ হোসেন।
বকশীগঞ্জে রফিক ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম আর করিম রেজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার সামছুল আলম, রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফুয়াদসহ আরো অনেকেই।
এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ১২৪ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক শিক্ষার্থী অবিভাবক,সুধীজন ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, রফিক ফাউন্ডেশনটি ২০০২ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এলাকায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সময় শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় অসচ্ছল মানুষের মাঝে অটোরিক্সা, ঘর নির্মাণ, চিকিৎসা সেবা, শীতকালে শীত বস্ত্র বিতরণ, বন্যা দূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে থাকেন।
বকশীগঞ্জ প্রতিনিধি 



































