
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি (মামলা নং- জি আর নং-২৫৪/২১ইং, (শ্রী) যতন দাসকে শুক্রবার (১লা আগস্ট) গ্রেপ্তার করেছে র্যাব-৯-এর একটি আভিযানিক দল।
ধৃত আসামি যতন দাস শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের খেজুরীছড়া চা-বাগানের কলেজ লাইনের বাসিন্দা মৃত: স্বদেব দাস প্রকাশ মেঘনা দাস প্রকাশ মোঘো দাসের ছেলে। দীর্ঘদিন যাবৎ মৌলভীবাজার জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে মাদক ব্যবসার বানিজ্য চালিয়ে যাচ্ছিলো।
সে সুযোগ বুঝে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। তিনি- জি আর নং-২৫৪/২১ইং, (শ্রী)-মামলায় বিজ্ঞ আদালতের বিচারক দোষী সাব্যস্থ করে তাকে ৪ বছরের বিনাশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরোও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। তাকে আটক করতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: 







































