
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামে অভিযান চালিয়ে ২২১ পিস ইয়াবাট্যাবলেট ও ৪০ হাজার নগদ টাকাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২রা আগস্ট ) রাতে মৌলভীবাজার ডিবির একটি দল অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্যের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো—মোঃ আব্দুল বাজিদ (৪২), মোঃ ইয়াকুব আলী (২৫) ও কামাল (৪৫)।
ঘটনাস্থলে তল্লাশি করে আটককৃত বাজিদের বসতঘরের শোকেস থেকে ১৮০ পিস, ইয়াকুবের লুঙ্গির কোছা থেকে ১৭ পিস এবং কামালের ট্রাউজারের পকেট থেকে ২৪ পিস ইয়াবা জব্দ করা হয়। তল্লাশিকালে বাজিদের ঘর থেকে মাদক কেনাবেচার লেনদেনের ৪০ হাজার নগদ টাকা জব্দ করে ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদে ইয়াকুব ও কামাল স্বীকার করে, তারা বাজিদের কাছ থেকেই ইয়াবাগুলো সংগ্রহ করেছে। ৩ জনই পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসায় জড়িত বলে ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কুলাউড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: 




































