
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলার চর ও দুবলার চর এলাকার বিভিন্ন খালে শনিবার (৩ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে শতাধিক কাঁকড়া ধরার আটন, একটি ট্রলার, দুইটি নৌকা, ১১ বোতল কট-১০ইসি এবং রিপকড নামের বিষ উদ্ধার করেছে বন বিভাগের তিনটি টিম। অভিযানে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, “অবৈধ কাঁকড়া শিকার ও বিষ প্রয়োগ করে প্রাণবৈচিত্র্য ধ্বংসের চেষ্টা রুখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আজকের অভিযানে আমরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছি। এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ নিয়মিতভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা করে থাকে।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ 







































