
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স এর দুটি টিনসেড ঘর ও দুটি একতলা পাকা বিল্ডিং মিলে চারটি সরকারী স্থাপনা নিলামে বিক্রি করা হলেও পাঁচটি স্থাপনা ভাঙ্গা হয়েছে।
গত এক সপ্তাহ আগে গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স ভবনের পাশে সরকারী কাজের প্রয়োজনে বিভিন্ন মেয়াদে স্থাপিত হওয়া দুটি টিনসেড ঘর ও দুটি একতলা বিল্ডিং পরিত্যক্ত দেখিয়ে বিধি মোতাবেক নিলামে বিক্রি করা হয়েছে। ওই ঘরগুলোর পাশাপাশি উপজেলা কৃষি অফিসের নতুন ভবনের সামনে থাকা উপজেলা বন বিভাগের কার্যালয় এবং কর্মচারী বিনোদন ক্লাবের মাঝ বরাবর মুন স্টার স্কুলের পাশে থাকা একটি টিনসেড ঘর ভেঙ্গে নিয়া হয়েছে।
দুই কক্ষ বিশিষ্ট ওই ঘরটির দৈর্ঘ্য ২৫ ফুট ও প্রস্তু ১২ ফুট। ১০ ইঞ্চি ইটের গাঁথুনি ওয়াল বিশিষ্ট টিনসেড ঘরি গোপনে বিক্রির উদ্দেশ্যে ভেঙে ফেলা হয়। যার কোন নিলাম করা হয় নাই।
নিলামকৃত দুটি ঘরে এক সময় উপজেলা সমাজ কল্যান অধিদপ্তর মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেয়া হখৌ। বিল্ডিং দুটির একটিতে সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখা ছিলো। অপর বিল্ডিংয়ে উপজেলা কমপ্লেক্স এলাকায় পানি সাপ্লাই পাম্প মেশিন বসানো আছে। ওই বিল্ডিং নিলামে বিক্রি হলেও পানি সাপ্লাই মেশিনটি পরিত্যাক্ত দেখানো হলেও গোপনে বিক্রির উদ্দ্যে নিলামে দেখানো হয়নি।
সরেজমিনে সোমবার নিলাম ছাড়া টিনসেড ঘরটি ভেঙ্গে নেয়ার সময় শ্রমিকরা জানায় উপজেলা নির্বাহী কার্যালয়ের নৈশপ্রহরী মিন্টু তাদের ঘর ভাঙ্গার কাজে লাগিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান, পুরাতন কিছু ঘর নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে পাওয়া ঠিকাদাদের লোকজন ভুলে ওই ঘরটি ভেঙ্গে ভেলেছে। এখন ওগুলো নিলামে বিক্রি করা হবে।
রাজবাড়ী প্রতিনিধি 





























