
জাতীয় নির্বাচন আয়োজনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে নিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল চূড়ান্ত করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। খুব শিগগিরই এ চিঠি পাঠানো হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি চিঠি পাঠানোর এই ঘোষণা দেবেন। সরকার ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র আরও জানায়, অনেকেই ধারণা করছেন প্রধান উপদেষ্টা তার ভাষণে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। তবে বাস্তবে তা নয়। কারণ, দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন কমিশনই (ইসি) নির্বাচনের তারিখ ও তপশিল ঘোষণা করতে পারে।
অধ্যাপক ড. ইউনূস কেবলমাত্র নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেবেন নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন যখন প্রস্তুত মনে করবে, তখন তারা নিজ দায়িত্বে তপশিল ঘোষণা করবে। চিঠির মাধ্যমে এই বিষয়েই কমিশনকে আনুষ্ঠানিকভাবে পরামর্শ দেওয়া হবে।
আজকের (৫ আগস্ট) ভাষণটি দেওয়া হচ্ছে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই উপলক্ষে আজ রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে আজ বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অধ্যাপক ইউনূস। এ সময় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত আন্দোলনকারীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। দেশের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ সবাইকে এই ঐতিহাসিক আয়োজনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
এই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে সরকার একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।
ঢাকা ব্যূরো।। 







































