
আলমগীর হোসেন, শার্শা (যশোর)
জুলাই মাসের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট “আওয়ামী ফ্যাসিবাদের পতন” ও “ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে বেনাপোল পৌর বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল…
মিছিলটি বেনাপোল শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শহরজুড়ে ব্যাপক উদ্দীপনা ও গণজাগরণ সৃষ্টি করে। মিছিলে নেতৃত্ব দেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি জনাব নাজিমউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
উপস্থিত ছিলেন- সহ-সভাপতি ইদ্রিস মালেক, মেহেরুল্লা, যুগ্ম সম্পাদক রেজা, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, আতিকুজ্জামান, খোকন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ।
বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—পৌর যুবদল সভাপতি মফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক রায়ানুজ্জামান দিপু, কৃষক দলের সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক জামাল হোসেন।
সভাপতি শহিদুল ইসলাম শহীদ, স্বেচ্ছাসেবক দল, সাধারণ সম্পাদক ওমর ফারুক, পৌর ছাত্রদল সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক ইশতিয়াক শাওন, ছাত্রদল, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহাইমিনুল সাগর প্রমুখ। এছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুলসংখ্যক জনগণের অংশগ্রহণে রাজপথ মুখরিত হয়ে ওঠে।
বক্তারা বলেন, এই বিজয় মিছিল কেবল অতীতের এক গৌরবগাথা স্মরণ নয়, এটি আগামীর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দৃপ্ত শপথ।
তারা অবিলম্বে অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিও জানান।
আলমগীর হোসেন, শার্শা (যশোর) 







































