রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাভার মডেল কলেজে ‘‘জুলাই বিপ্লব সপ্তাহ’’ উদযাপন

সাভার (ঢাকা) প্রতিনিধি:
সাভার মডেল কলেজে উৎসবমুখর পরিবেশে ‘‘জুলাই বিপ্লব সপ্তাহ’’ উদযাপন করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে কলেজ অডিটোরিয়ামে সাতদিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন। তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদেরকে জ্ঞানের জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। বিশেষ করে তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন অপরিহার্য। আধুনিক শিক্ষার পাশাপাশি চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মনসুর আলী, সৈয়দ আব্দুল আওয়াল, আসাদুজ্জামান জীম ও ওমর ফারুক বান্না প্রমুখ।
উল্লেখ্য, কর্মসূচির অংশ হিসেবে গত ২৮ জুলাই থেকে জুলাই বিপ্লব বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী, ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট, ছাত্রীদের পিলোপাস প্রতিযোগিতা এবং ‘‘জুলাই বিপ্লব ও প্রত্যাশার বাংলাদেশ’’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জনপ্রিয়

শিল্পা শেঠির আপত্তিকর ছবি-ভিডিও ভাইরাল, নিলেন বড় পদক্ষেপ

সাভার মডেল কলেজে ‘‘জুলাই বিপ্লব সপ্তাহ’’ উদযাপন

প্রকাশের সময় : ০৩:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
সাভার (ঢাকা) প্রতিনিধি:
সাভার মডেল কলেজে উৎসবমুখর পরিবেশে ‘‘জুলাই বিপ্লব সপ্তাহ’’ উদযাপন করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে কলেজ অডিটোরিয়ামে সাতদিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন। তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদেরকে জ্ঞানের জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। বিশেষ করে তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন অপরিহার্য। আধুনিক শিক্ষার পাশাপাশি চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মনসুর আলী, সৈয়দ আব্দুল আওয়াল, আসাদুজ্জামান জীম ও ওমর ফারুক বান্না প্রমুখ।
উল্লেখ্য, কর্মসূচির অংশ হিসেবে গত ২৮ জুলাই থেকে জুলাই বিপ্লব বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী, ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট, ছাত্রীদের পিলোপাস প্রতিযোগিতা এবং ‘‘জুলাই বিপ্লব ও প্রত্যাশার বাংলাদেশ’’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।