রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ২ শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হলেন কেন্দ্রীয় বিএনপি নেতা হিলালী

ড. রফিকুল ইসলাম হিলালী।

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব, শিক্ষানুরাগী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। সম্প্রতি তাঁকে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।

গত ২৭ জুলাই ২০২৫ ইং তারিখে কেন্দ্রীয়ভাবে জারিকৃত আদেশের মাধ্যমে তাঁকে সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও পরবর্তীতে ৬ আগস্ট ২০২৫ ইং তারিখে গন্ডা কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হন তিনি।

ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, প্রথমেই মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি যে, শিক্ষাখাতে দেশের ভবিষ্যতে প্রজন্মের জন্য সামান্য কিছু অবদান রাখার এই সুযোগটা আমাকে দিয়েছেন যাঁরা। সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ ও গন্ডা কলেজের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে একটি বিশাল দায়িত্ব ও সম্মানের বিষয়। আমি মনে করি একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত শিক্ষাকে। আর এই শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও মানসম্মত করতে হলে অবশ্যই প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অবকাঠামোর উন্নয়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। সংশ্লিষ্ট কতৃপক্ষ মনে করেছেন শিক্ষার গুণগত মান আমার চেষ্টার দ্বারা সম্ভব হবে, হয়তো তার জন্যেই কেন্দুয়ার স্বনামধন্য দুটি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি হিসেবে তাঁরাই আমাকে মনোনীত করার জন্য চেষ্টা করেছেন ইনশাআল্লাহ হয়েছিও।

তিনি আরও বলেন- আমার দীর্ঘদিনের শিক্ষা-ভালবাসা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিক, দায়িত্বশীল ও মানসম্মত শিক্ষার মডেল হিসেবে গড়ে তুলতে চাই এবং উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দিকেও আমার একই নজর থাকবে। আমি বিশ্বাস করি সবাই মিলে কাজ করলে শিক্ষা খাতেই হবে আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ এবং তা জাতি গঠনে বড় ভূমিকা রাখবে। আমি সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি, আমরা একসাথে কাজ করে শিক্ষার আলোকে আরও উজ্জ্বল ভবিষ্যতে গড়তে পারবো ইনশাআল্লাহ।

জনপ্রিয়

সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

কেন্দুয়ায় ২ শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হলেন কেন্দ্রীয় বিএনপি নেতা হিলালী

প্রকাশের সময় : ০১:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব, শিক্ষানুরাগী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। সম্প্রতি তাঁকে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।

গত ২৭ জুলাই ২০২৫ ইং তারিখে কেন্দ্রীয়ভাবে জারিকৃত আদেশের মাধ্যমে তাঁকে সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও পরবর্তীতে ৬ আগস্ট ২০২৫ ইং তারিখে গন্ডা কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হন তিনি।

ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, প্রথমেই মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি যে, শিক্ষাখাতে দেশের ভবিষ্যতে প্রজন্মের জন্য সামান্য কিছু অবদান রাখার এই সুযোগটা আমাকে দিয়েছেন যাঁরা। সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ ও গন্ডা কলেজের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে একটি বিশাল দায়িত্ব ও সম্মানের বিষয়। আমি মনে করি একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত শিক্ষাকে। আর এই শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও মানসম্মত করতে হলে অবশ্যই প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অবকাঠামোর উন্নয়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। সংশ্লিষ্ট কতৃপক্ষ মনে করেছেন শিক্ষার গুণগত মান আমার চেষ্টার দ্বারা সম্ভব হবে, হয়তো তার জন্যেই কেন্দুয়ার স্বনামধন্য দুটি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি হিসেবে তাঁরাই আমাকে মনোনীত করার জন্য চেষ্টা করেছেন ইনশাআল্লাহ হয়েছিও।

তিনি আরও বলেন- আমার দীর্ঘদিনের শিক্ষা-ভালবাসা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিক, দায়িত্বশীল ও মানসম্মত শিক্ষার মডেল হিসেবে গড়ে তুলতে চাই এবং উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দিকেও আমার একই নজর থাকবে। আমি বিশ্বাস করি সবাই মিলে কাজ করলে শিক্ষা খাতেই হবে আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ এবং তা জাতি গঠনে বড় ভূমিকা রাখবে। আমি সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি, আমরা একসাথে কাজ করে শিক্ষার আলোকে আরও উজ্জ্বল ভবিষ্যতে গড়তে পারবো ইনশাআল্লাহ।