
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় খেলার সময় পানিতে পড়ে মাহিম মন্ডল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ৯ আগস্ট দুপুরে উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মাহিম রাজবাড়ীর পাংশা বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের মানিক মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহিম তার পরিবারের সঙ্গে আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। সেখানে ঘরের বারান্দায় খেলতে খেলতে হঠাৎ পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বলেন,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুটি প্রাণ হারিয়েছে।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 





























