বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অতীতের তুলনায় এবার নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ (সোমবার) দুপুরে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার, র‍্যাব ১০ কার্যালয়ে ,মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি কেন্দ্রীয় কারাগারের ভেতরে কয়েদিদের ও আসামিদের খোঁজখবর নেন, জেলখানার কার্যক্রম পরিদর্শন করেন, জেলের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন । পরে তিনি রেব ১০ হেডকোয়ার্টার ও কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন । এ সময় তিনি রেড ১০ প্রস্তুতি ও কেরানীগঞ্জ মডেল থানার বিস্তারিত খোঁজখবর নেন। দুপুরে তিনি কেন্দ্রীয় কারাগারে ভেতরে কয়েদিদের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য গিয়েছেন।  এরপর তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও কেরানীগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন। নির্বাচন উপলক্ষে তিনি তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
রাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন উপলক্ষে কোথায় কি ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হবে, এবং তবে তার জন্য সরেজমিনে দেখা হচ্ছে। অতীতের নির্বাচনের তুলনায় এবার নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ । সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। কেরানীগঞ্জের সহ সারা বাংলাদেশের বিভিন্ন ভোটকেন্দ্রে অতীতের তুলনায় বেশি নিরাপত্তা দেওয়ার কথা ভাবছে সরকার। আগে যে কেন্দ্রে অল্প সংখ্যক আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাইরের সদস্য মোতায়েন করা হতো, এবার নির্বাচনে আরও বেশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। ভোটকেন্দ্রে যারা ভোট গ্রহণ করবেন তাদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা সহ ভোটারদের নিরাপত্তার সার্বিক  বিষয়ে নির্বাচন কেন্দ্রগুলো পরিদর্শন করে দেখা হচ্ছে। ভোট কেন্দ্র পুরুষ ও মহিলারা যাতে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে স্বাচ্ছন্দে ভোট দিতে পারে, সেই লক্ষ্যে পুরুষ ও মহিলা আলাদা আলাদা বুথ তৈরি করে দেওয়া হবে।  ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজর দেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের গোয়েন্দা বাহিনী সদস্যরা ইতিমধ্যেই সারাদেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে কাজ করছে ।
অতীতের তুলনায় এবার আনসার পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য বেশি মোতায়েন করা হবে ।
তিনি আরো বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।  অবৈধ অস্ত্র উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজের অংশ । তবে নির্বাচনের প্রাক্কালে এই কাজের গতি বাড়িয়ে দেওয়া হয়। দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের যে ঘটনা ঘটছে সেগুলোর দ্রুত আসামিদের ধরার জন্য চেষ্টা করা হচ্ছে এবং এরই মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে ।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, অবাক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনেক আগেই কাজ শুরু হয়ে গেছে। এদেশের মানুষ যাতে শান্তিতে এবং নির্বিঘ্নে ভয় ভীতি উপেক্ষা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই বিষয়ে সরকার সব দিক দিয়ে প্রস্তুতি নিচ্ছে।
নির্বাচনী প্রস্তুতি অনেক আগেই শুরু হয়েছে। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে নির্বাচন কেন্দ্র পরিদর্শন সহ বিভিন্ন বিষয় নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব গুলোর কার্যক্রম  দেখা হচ্ছে, কোথায় কি ধরনের ঘাটতি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের  বডি ক্যামেরা সহ ও নির্বাচন কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর চিন্তা করা হচ্ছে। এরই মধ্যে বডি ক্যামেরা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দেশের সার্বিক উন্নয়নে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি সাংবাদিকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
তেঘরিয়া স্কুলে কেন্দ্র পরিদর্শনে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিণাত ফৌজিয়া ।
এ সময় উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী জনাব হাজী লাভ মিয়া ।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল

অতীতের তুলনায় এবার নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০২:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ (সোমবার) দুপুরে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার, র‍্যাব ১০ কার্যালয়ে ,মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি কেন্দ্রীয় কারাগারের ভেতরে কয়েদিদের ও আসামিদের খোঁজখবর নেন, জেলখানার কার্যক্রম পরিদর্শন করেন, জেলের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন । পরে তিনি রেব ১০ হেডকোয়ার্টার ও কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন । এ সময় তিনি রেড ১০ প্রস্তুতি ও কেরানীগঞ্জ মডেল থানার বিস্তারিত খোঁজখবর নেন। দুপুরে তিনি কেন্দ্রীয় কারাগারে ভেতরে কয়েদিদের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য গিয়েছেন।  এরপর তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও কেরানীগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন। নির্বাচন উপলক্ষে তিনি তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
রাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন উপলক্ষে কোথায় কি ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হবে, এবং তবে তার জন্য সরেজমিনে দেখা হচ্ছে। অতীতের নির্বাচনের তুলনায় এবার নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ । সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। কেরানীগঞ্জের সহ সারা বাংলাদেশের বিভিন্ন ভোটকেন্দ্রে অতীতের তুলনায় বেশি নিরাপত্তা দেওয়ার কথা ভাবছে সরকার। আগে যে কেন্দ্রে অল্প সংখ্যক আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাইরের সদস্য মোতায়েন করা হতো, এবার নির্বাচনে আরও বেশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। ভোটকেন্দ্রে যারা ভোট গ্রহণ করবেন তাদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা সহ ভোটারদের নিরাপত্তার সার্বিক  বিষয়ে নির্বাচন কেন্দ্রগুলো পরিদর্শন করে দেখা হচ্ছে। ভোট কেন্দ্র পুরুষ ও মহিলারা যাতে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে স্বাচ্ছন্দে ভোট দিতে পারে, সেই লক্ষ্যে পুরুষ ও মহিলা আলাদা আলাদা বুথ তৈরি করে দেওয়া হবে।  ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজর দেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের গোয়েন্দা বাহিনী সদস্যরা ইতিমধ্যেই সারাদেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে কাজ করছে ।
অতীতের তুলনায় এবার আনসার পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য বেশি মোতায়েন করা হবে ।
তিনি আরো বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।  অবৈধ অস্ত্র উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজের অংশ । তবে নির্বাচনের প্রাক্কালে এই কাজের গতি বাড়িয়ে দেওয়া হয়। দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের যে ঘটনা ঘটছে সেগুলোর দ্রুত আসামিদের ধরার জন্য চেষ্টা করা হচ্ছে এবং এরই মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে ।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, অবাক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনেক আগেই কাজ শুরু হয়ে গেছে। এদেশের মানুষ যাতে শান্তিতে এবং নির্বিঘ্নে ভয় ভীতি উপেক্ষা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই বিষয়ে সরকার সব দিক দিয়ে প্রস্তুতি নিচ্ছে।
নির্বাচনী প্রস্তুতি অনেক আগেই শুরু হয়েছে। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে নির্বাচন কেন্দ্র পরিদর্শন সহ বিভিন্ন বিষয় নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব গুলোর কার্যক্রম  দেখা হচ্ছে, কোথায় কি ধরনের ঘাটতি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের  বডি ক্যামেরা সহ ও নির্বাচন কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর চিন্তা করা হচ্ছে। এরই মধ্যে বডি ক্যামেরা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দেশের সার্বিক উন্নয়নে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি সাংবাদিকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
তেঘরিয়া স্কুলে কেন্দ্র পরিদর্শনে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিণাত ফৌজিয়া ।
এ সময় উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী জনাব হাজী লাভ মিয়া ।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।