
বার্মিজ চাকুসহ এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) গভীর রাতে বগুড়া শহরের ওয়াবদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এবং ছাত্রলীগের সাবেক নেতা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির সদস্যরা আমিনুল ইসলাম (৩৬) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আমিনুল ইসলামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, ২০১৬ সালে তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।
এ বিষয়ে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজাহার আলী জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে সোমবার আদালতে পাঠানো হতে পারে।
বগুড়া প্রতিনিধি 







































