
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে মঙ্গলবার (১২ আগস্ট) বেলা দুইটার দিকে গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির, অর্থ সম্পাদক মতিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মো. লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা, আবুল কাশেম আকন্দ, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও দিনকালের প্রতিনিধি সালাউদ্দিন সালাম, ভোরের দর্পণের প্রতিনিধি কাওসার তালুকদার সহ বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা শুধু শুনেই আসছি সাংবাদিকতা হলো রাষ্ট্র কাঠামোর চতুর্থ স্তম্ভ, জাতির বিবেক কিন্তু বাস্তবে যে কতটুকু সাংবাদিকদের মূল্যায়ন করে রাষ্ট্র তা বলাই মুশকিল। সাগর রুনির হত্যাকান্ড দীর্ঘ কয়েকবছর পার হয়ে গেছে এখনো আইনশৃঙ্খলা বাহিনী কোন ক্রো বের করতে পারেনি। এরকম আরো বহু ঘটনা আছে। তাঁরা আরও বলেন, গত ৭ আগস্ট গাজীপুরে প্রকাশ্যে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন। এরিমধ্যে হত্যায় জড়িত শীর্ষ সন্ত্রাসীরাও হয়েছে। আমরা দ্রুত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। নিহত সাংবাদিক তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা র ভাটিপাড়া গ্রামের হাসান জামালের পুত্র। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টর ছিলেন। তিনি স্ত্রী ছেলে তৌকির হোসেন তৈকি (৫) ও আব্দুল্লাহ আল ফাহিম (৩) কে নিয়ে গাজীপুরে বসবাস করতেন। সাংবাদিকতার পাশাপাশি একটি ইউনানি ওষুধ কোম্পানির ডিলার ছিলেন।
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: 






































