
মেহেদী হাসান, রাজবাড়ী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী ২ ( পাংশা বালিয়াকান্দি কালুখালী) আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেছে ।
বুধবার (১৩ আগষ্ট) বিকালে নারুয়া বাজারে নির্বাচনী গণসংযোগ কালে জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন বলেন শৈরাচার হাসিনা সরকারের পতনে যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির সাথে আমরা সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছি। যুগপৎ আন্দোলনের শরিক দল এবং ইসলামিক দলগুলোকে নিয়ে বিএনপি বৃহত্তর নির্বাচনী জোট গঠন করবে এই আশ্বাসের প্রেক্ষিতে আমি রাজবাড়ী ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশি। তিনি আরো বলেন, বিগত সময়ে যারা এই রাজবাড়ী ২ আসেন এমপি ছিল বিশেষ করে বিনা ভোটের এমপি জিল্লুল হাকিম দীর্ঘ সময় ক্ষমতায় থেকে শুধু জনগণের শোষণ করেছে। এই রাজবাড়ী ২ (পাংশা বালিয়াকান্দি কালুখালী) াআসনে দৃশ্যমান কোন উন্নয়ন করতে পারেনি তিনি লুট পাট নিয়ে ব্যস্ত ছিলেন। জানাগেছে জাপানে তার নাগরিকত্ব রয়েছে। আগামীতে যদি দলীয় সমর্থন পেয়ে বিজয়ী বিজয়ী হলে ইনশাআল্লাহ্ এই রাজবাড়ী কে অাধুনিক জেলা রুপান্তরে সকল পদক্ষেপ আমি গ্রহন করবো। এসময় উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ এনডিএম বালিয়াকান্দি উপজেলার আহবায়ক রেজাউল ইসলাম, স্থানীয় এনডিএম নেতা, মো ইসহাক, ফাহিম আহমদ,ছাত্র আন্দোলন সমন্বয়ক রাকিবুল ইসলাম নিশান সহ অন্যান নেতৃবৃন্দ। এর আগে কালুখালী সদর ও মৃগী ইউনিয়নেও তার গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মেহেদী হাসান, রাজবাড়ী 






























