
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো কর্মসূচি পরিচালনার প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার (১৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে আমাদের নজরে এসেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে অনেকেই বিভিন্ন জেলা-উপজেলায় প্রোগ্রাম, পোস্টারিংসহ নানা কার্যক্রম পরিচালনা করছেন।
গত ২৭ জুলাই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ স্পষ্টভাবে কেন্দ্রীয় কমিটি ব্যতীত সব জেলা-উপজেলা ও ক্যাম্পাস কমিটি স্থগিত করেন। অর্থাৎ বর্তমানে কেন্দ্রীয় কমিটি ও সেল ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আর কোনো কমিটি নেই।
বার্তাকণ্ঠ ডেস্ক 







































