মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যমুনা সেতুর অবরোধ প্রত্যাহার করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন শেষে তা প্রত্যাহার করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে শুরু হওয়া এ কর্মসূচি চলে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত। অবরোধের কারণে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে এক ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকে, ফলে প্রায় ২২ জেলার যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে যোগাযোগ স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা জানান, গত ২৬ জুলাই থেকে তাঁরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন। আগামী ১৭ আগস্ট একনেক সভায় দাবি পূরণ না হলে তাঁরা গণঅনশন কর্মসূচি পালন করবেন। শিক্ষার্থী জামাল বলেন, ‘স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, ফেরার পথ নেই।’

যাত্রী সাদ্দাম হোসেন বলেন, ‘ভোগান্তি হলেও শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নেওয়া উচিত। কয়েক বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হয়নি, এটি দুঃখজনক।’ আরেক যাত্রী আল আমিন বলেন, ‘শিক্ষার্থীরা রোদ-বৃষ্টিতে ভিজে আন্দোলন করছে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে দায় কে নেবে? দ্রুত সমাধান প্রয়োজন।’

অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে যমুনা সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জনপ্রিয়

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, আপাতত লন্ডন যাচ্ছেন না বেগম জিয়া

যমুনা সেতুর অবরোধ প্রত্যাহার করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ০৩:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি

স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন শেষে তা প্রত্যাহার করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে শুরু হওয়া এ কর্মসূচি চলে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত। অবরোধের কারণে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে এক ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকে, ফলে প্রায় ২২ জেলার যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে যোগাযোগ স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা জানান, গত ২৬ জুলাই থেকে তাঁরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন। আগামী ১৭ আগস্ট একনেক সভায় দাবি পূরণ না হলে তাঁরা গণঅনশন কর্মসূচি পালন করবেন। শিক্ষার্থী জামাল বলেন, ‘স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, ফেরার পথ নেই।’

যাত্রী সাদ্দাম হোসেন বলেন, ‘ভোগান্তি হলেও শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নেওয়া উচিত। কয়েক বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হয়নি, এটি দুঃখজনক।’ আরেক যাত্রী আল আমিন বলেন, ‘শিক্ষার্থীরা রোদ-বৃষ্টিতে ভিজে আন্দোলন করছে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে দায় কে নেবে? দ্রুত সমাধান প্রয়োজন।’

অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে যমুনা সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।