
ঢালিউড চিত্রনায়িকা পূজা চেরি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি স্ট্যাটাস দিলেন। জানালেন, তিনি কারো দ্বিতীয় পছন্দ নন। শুক্রবার (১৫ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুকে তিনটি ছবি আপলোড করেন পূজা। ছবিগুলো নতুন একটি ফটোশুটের। যেখানে সাদা আর কালো পোশাকের মিশেলে আভিজাত্য লুকে ধরা দিয়েছেন তিনি।
ক্যাপশনে পূজা লেখেন, আমি ব্যাকআপ প্ল্যান নই।
অভিনেত্রী আরও লেখেন, অবশ্যই আমি কারো দ্বিতীয় পছন্দও নই।
অতীতে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানিয়েছিলেন, ব্যক্তিজীবনে উন্নত ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ পছন্দ করেন তিনি। পশু-পাখির প্রতি মায়া ও ভালোবাসা থাকায় জীবনসঙ্গীর মধ্যেও সে গুণ দেখতে চান পূজা।
প্রসঙ্গত, পূজা চেরি অভিনীত সর্বশেষ সিনেমা ‘টগর’। চলতি বছর কোরবানীর ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
বিনোদন ডেস্ক 







































