বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বলিউডের নায়করা বদমাশ: কঙ্গনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:২১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৩০

ছবি: সংগৃহীত

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলিউডে বরাবরই নিজেকে ‘আউটসাইডার’ বলে দাবি করেছেন। বহু বছর ধরে লড়াই করে জায়গা করে নেওয়ার অভিজ্ঞতা একাধিকবার ভাগ করে নিয়েছেন তিনি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা ফের শানালেন তোপ; দাবি করলেন, ইন্ডাস্ট্রির বেশিরভাগ নায়কই ‘বদমাশ’, তবে কখনওই এসব বিষয় অভিনেত্রীকে দমিয়ে রাখতে পারেনি।

সাক্ষাৎকারে সঞ্চালক যখন জানতে চান, কখনও কোনও নায়কের অনাকাঙ্ক্ষিত ব্যবহার-এর মুখোমুখি হয়েছেন কি না, কঙ্গনার জবাব দেন, ‘আমি খুব বেশি বলি-নায়কদের সঙ্গে কাজ করিনি! কারণ বলিউডের বেশিরভাগ নায়কগুলোই চূড়ান্ত অসভ্য।

এরপরই কঙ্গনা বলেন, ‘ওদের অসভ্যতা শুধু যৌন হেনস্তা নিয়েই নয়। শুটিংয়ে দেরি করে আসা, রূঢ় আচরণ, অভিনেত্রীকে ছোট করা, অপমানিত করা, ছবি থেকে গুরুত্বহীন করে দেওয়া, বিশ্রামের জন্য ভ্যানিটি ভ্যান না দেওয়া অভিনেত্রীদের… আমি তো এই ব্যাপারগুলোর মুখোমুখি হয়েছি। এই জ্বালা সহ্য করেছি। আমার বিরুদ্ধে কতগুলো মামলাও করল শুধু এই কারণে যে আমি এসব মেনে নিইনি। অথচ ইন্ডাস্ট্রির বেশিরভাগ মেয়েই চুপ থাকে। তাই ওদের আমার ব্যাপারে মনে হয়েছিল- এত অহংকার কিসের!’

কঙ্গনার ফিল্মি ক্যারিয়ারকে এককথায় বলা যায়, গ্যাংস্টার থেকে কুইন। ২০০৬-এ অনুরাগ বসু পরিচালিত ও মহেশ ভাট প্রযোজিত গ্যাংস্টার দিয়ে বলিউডে পা রাখেন কঙ্গনা। এরপর ওহ লমহে (২০০৬), লাইফ ইন এ মেট্রো (২০০৭)-এর মতো ছবিতে নজর কাড়েন।

জনপ্রিয়

শেখ হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বলিউডের নায়করা বদমাশ: কঙ্গনা

প্রকাশের সময় : ১১:২১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলিউডে বরাবরই নিজেকে ‘আউটসাইডার’ বলে দাবি করেছেন। বহু বছর ধরে লড়াই করে জায়গা করে নেওয়ার অভিজ্ঞতা একাধিকবার ভাগ করে নিয়েছেন তিনি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা ফের শানালেন তোপ; দাবি করলেন, ইন্ডাস্ট্রির বেশিরভাগ নায়কই ‘বদমাশ’, তবে কখনওই এসব বিষয় অভিনেত্রীকে দমিয়ে রাখতে পারেনি।

সাক্ষাৎকারে সঞ্চালক যখন জানতে চান, কখনও কোনও নায়কের অনাকাঙ্ক্ষিত ব্যবহার-এর মুখোমুখি হয়েছেন কি না, কঙ্গনার জবাব দেন, ‘আমি খুব বেশি বলি-নায়কদের সঙ্গে কাজ করিনি! কারণ বলিউডের বেশিরভাগ নায়কগুলোই চূড়ান্ত অসভ্য।

এরপরই কঙ্গনা বলেন, ‘ওদের অসভ্যতা শুধু যৌন হেনস্তা নিয়েই নয়। শুটিংয়ে দেরি করে আসা, রূঢ় আচরণ, অভিনেত্রীকে ছোট করা, অপমানিত করা, ছবি থেকে গুরুত্বহীন করে দেওয়া, বিশ্রামের জন্য ভ্যানিটি ভ্যান না দেওয়া অভিনেত্রীদের… আমি তো এই ব্যাপারগুলোর মুখোমুখি হয়েছি। এই জ্বালা সহ্য করেছি। আমার বিরুদ্ধে কতগুলো মামলাও করল শুধু এই কারণে যে আমি এসব মেনে নিইনি। অথচ ইন্ডাস্ট্রির বেশিরভাগ মেয়েই চুপ থাকে। তাই ওদের আমার ব্যাপারে মনে হয়েছিল- এত অহংকার কিসের!’

কঙ্গনার ফিল্মি ক্যারিয়ারকে এককথায় বলা যায়, গ্যাংস্টার থেকে কুইন। ২০০৬-এ অনুরাগ বসু পরিচালিত ও মহেশ ভাট প্রযোজিত গ্যাংস্টার দিয়ে বলিউডে পা রাখেন কঙ্গনা। এরপর ওহ লমহে (২০০৬), লাইফ ইন এ মেট্রো (২০০৭)-এর মতো ছবিতে নজর কাড়েন।