সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চলে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক সিম্পসন

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বব সিম্পসন। তবে ৮৯ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন এই অজি সাবেক অধিনায়ক। শনিবার (১৬ আগস্ট) এক বিবৃবিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড শোক প্রকাশ করে বলেন, বব সিম্পসন ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক মহান ব্যক্তি। তাঁর খেলা দেখার সৌভাগ্য যারা পেয়েছেন বা তার জ্ঞান থেকে উপকৃত হয়েছেন, তাদের জন্য এটি এক শোকের দিন।

১৯৫৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক করেন সিম্পসন। ১৯৫৭ থেকে ১৯৭৮ পর্যন্ত তিনি খেলেছেন ৬২ টেস্ট, ৪৬.৮১ গড়ে করেছেন ৪ হাজার ৮৬৯ রান, নিয়েছেন ৭১ উইকেট। ছিলেন দুর্দান্ত এক স্লিপ ফিল্ডারও।

সিম্পসনের নামের পাশে আছে ১১০টি ক্যাচও। ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন করতেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রান ২১০২৯ ও উইকেট ৩৪৯টি।

অলরাউন্ডার হিসেবে অভিষেক হলেও ষাটের দশকে তিনি দলের নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৬৪ সালে তিনি এক মৌসুমে ১,৩৮১ রান করেছিলেন, যা তখনকার রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে খেলেছিলেন ৩১১ রানের সর্বোচ্চ ইনিংস।

জনপ্রিয়

চৌগাছার ইজিবাইক–প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থীসহ আহত ৭

চলে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক সিম্পসন

প্রকাশের সময় : ১১:৪৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বব সিম্পসন। তবে ৮৯ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন এই অজি সাবেক অধিনায়ক। শনিবার (১৬ আগস্ট) এক বিবৃবিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড শোক প্রকাশ করে বলেন, বব সিম্পসন ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক মহান ব্যক্তি। তাঁর খেলা দেখার সৌভাগ্য যারা পেয়েছেন বা তার জ্ঞান থেকে উপকৃত হয়েছেন, তাদের জন্য এটি এক শোকের দিন।

১৯৫৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক করেন সিম্পসন। ১৯৫৭ থেকে ১৯৭৮ পর্যন্ত তিনি খেলেছেন ৬২ টেস্ট, ৪৬.৮১ গড়ে করেছেন ৪ হাজার ৮৬৯ রান, নিয়েছেন ৭১ উইকেট। ছিলেন দুর্দান্ত এক স্লিপ ফিল্ডারও।

সিম্পসনের নামের পাশে আছে ১১০টি ক্যাচও। ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন করতেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রান ২১০২৯ ও উইকেট ৩৪৯টি।

অলরাউন্ডার হিসেবে অভিষেক হলেও ষাটের দশকে তিনি দলের নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৬৪ সালে তিনি এক মৌসুমে ১,৩৮১ রান করেছিলেন, যা তখনকার রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে খেলেছিলেন ৩১১ রানের সর্বোচ্চ ইনিংস।