মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি রেজা, সম্পাদক মতিউর

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে হাজি মাছুম রেজা এবং সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান চুনু নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৭ই আগস্ট) বিকেলে উপজেলার মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাজী আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক পদে মামুনুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক পদে রুমেল আহমদ।
গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করতে কাউন্সিলরদের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে অংশগ্রহণ করেন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর হাজি মাছুম রেজা বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করবো। জুড়ী উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই। দল ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমরা সর্বদা জনগণের পাশে থাকবো।
উপজেলা বিএনপি’র আহবায়ক ডা: মোস্তাকিম হোসেন বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এম পি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এড. আবেদ রাজা,জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি নাসির উদ্দীন মিঠু, আলহাজ্ব আব্দুল মুকিত।
এদিকে দীর্ঘদিন পর জুড়ী উপজেলা বিএনপি’র সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। উপজেলার ছয়টি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সম্মেলনকে ঘিরে কাউন্সিলে যোগ দেয়।
জনপ্রিয়

সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি রেজা, সম্পাদক মতিউর

প্রকাশের সময় : ০৯:৩৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে হাজি মাছুম রেজা এবং সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান চুনু নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৭ই আগস্ট) বিকেলে উপজেলার মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাজী আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক পদে মামুনুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক পদে রুমেল আহমদ।
গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করতে কাউন্সিলরদের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে অংশগ্রহণ করেন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর হাজি মাছুম রেজা বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করবো। জুড়ী উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই। দল ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমরা সর্বদা জনগণের পাশে থাকবো।
উপজেলা বিএনপি’র আহবায়ক ডা: মোস্তাকিম হোসেন বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এম পি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এড. আবেদ রাজা,জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি নাসির উদ্দীন মিঠু, আলহাজ্ব আব্দুল মুকিত।
এদিকে দীর্ঘদিন পর জুড়ী উপজেলা বিএনপি’র সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। উপজেলার ছয়টি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সম্মেলনকে ঘিরে কাউন্সিলে যোগ দেয়।