
স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার
“অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ময়মনসিংহের- নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদযাপন করা হচ্ছে। এ বছর ১৮-২৪ আগষ্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হবে।
এ কর্মসূচির অংশ হিসেবে ১৮ আগস্ট সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র্যালি বের হয়ে র্যালিটি নরসুন্দা নদের পাড়ে গিয়ে, নরসুন্দা নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় র্যালিতে অংশগ্রহণ করেন-উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জন প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীর পেশাদার মানুষ।
র্যালির শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীনের সভাপতিত্বে-
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এবং যুব উন্নয়ন কর্মকর্তা জিএম সেলিম রেজা প্রমুখ।
এসময় সভায় বক্তারা বলেন- “দেশীয় মাছ রক্ষা” চাষাবাদ বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা-শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখা-সফল মাছ চাষীদেরকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার 



















