বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যত টাকায় বিক্রি হলো ২৪ কেজির কোরাল

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে ২৪ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ বিক্রি হয়েছে প্রায় ৩৬ হাজার টাকায়। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সুন্দরবন এলাকা থেকে মাছটি সংগ্রহ করে বাজারে আনেন স্থানীয় ব্যবসায়ী মো. বশির গাজী।

বাজারে আনার পর মাছটি দেখতে ভিড় জমে যায়। ব্যবসায়ীরা জানান, কেজি প্রতি ১ হাজার ৫২০ টাকা দরে মোট ২৩ কেজি ৬৫০ গ্রামের এই মাছটি বিক্রি হয় ৩৫ হাজার ৯৩৮ টাকায়। এর আগে গত ১৫ আগস্ট একই বাজারে ২৩ কেজি ওজনের আরেকটি কোরাল মাছ ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছিল।

মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় আকারের কোরাল ধরা পড়া উপকূলের জেলেদের জন্য সুখবর। সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা মেনে চলায় এর সুফল মিলছে বলে তিনি মন্তব্য করেন।

জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ন্যাপ

যত টাকায় বিক্রি হলো ২৪ কেজির কোরাল

প্রকাশের সময় : ০৪:০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে ২৪ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ বিক্রি হয়েছে প্রায় ৩৬ হাজার টাকায়। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সুন্দরবন এলাকা থেকে মাছটি সংগ্রহ করে বাজারে আনেন স্থানীয় ব্যবসায়ী মো. বশির গাজী।

বাজারে আনার পর মাছটি দেখতে ভিড় জমে যায়। ব্যবসায়ীরা জানান, কেজি প্রতি ১ হাজার ৫২০ টাকা দরে মোট ২৩ কেজি ৬৫০ গ্রামের এই মাছটি বিক্রি হয় ৩৫ হাজার ৯৩৮ টাকায়। এর আগে গত ১৫ আগস্ট একই বাজারে ২৩ কেজি ওজনের আরেকটি কোরাল মাছ ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছিল।

মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় আকারের কোরাল ধরা পড়া উপকূলের জেলেদের জন্য সুখবর। সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা মেনে চলায় এর সুফল মিলছে বলে তিনি মন্তব্য করেন।