
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
ঢাকাস্থ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সমিতির কমিটি গঠন সম্পন্ন। সমিতি গঠনকল্পে ঢাকা আদাবর সুশীলন অফিসে রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ সাতক্ষীরা জন সমিতির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ইঞ্জিনিয়ার আবুল কাশেম এর সভাপতিত্বে সভায় কালিগঞ্জ উপজেলা সমিতির গঠনের বিষয়ে সমিতির লক্ষে ও উদ্দেশ্য ও গঠনতন্ত্র বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কালিগঞ্জ উপজেলার যেসব অধিবাসী ঢাকায় নিয়মিতভাবে প্রবাসী তাদের সামাজিক সাংস্কৃতিক কল্যাণ সাধন, একই সঙ্গে কালিগঞ্জ উপজেলার উন্নয়ন এবং উপজেলা বাসিদের কল্যাণের জন্য পদক্ষেপ সমূহ গ্রহণ এবং স্বেচ্ছাসেবায় এর ভিত্তিতে কল্যাণ মূলক কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ, ঢাকায় বসবাস ও কর্মরত কালিগঞ্জ উপজেলার অধিবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে এবং উন্নয়নে সকলকে উদ্বুদ্ধ করনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জের কৃতি সন্তান অতিরিক্ত সচিব মো: আবু মাসুদ, অধ্যাপক গাজী আজিজুর রহমান, অ্যাডভোকেট মরিয়ম মুনসুর, মোস্তফা বকুলুজ্জামান, মুন্সি আব্দুল রাফায়েত, মেহেদী হাসান মোহাম্মদ রুবায়েত, এমদাদ হোসেন, শেখ সাইফুল সাইফুল বারী সফু, সুকুমার দাস বাচ্চু, এস এম নূর আহমেদ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আবু মাসুদকে আহ্বায়ক ও মোস্তফা বকুলুজ্জামানকে সদস্য সচিব করে এবং উপস্থিত সকলকে সদস্য করে কালিগঞ্জ উপজেলা সমিতি গঠন করা হয়। এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন, প্রাথমিক পর্যায়ে রাজধানী ও কালিগঞ্জে অফিস থাকবে।
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি 







































