বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল-কলেজে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সকল স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, যৌন নিপীড়নবিরোধী অভিযোগ গ্রহণ, ইনোভেশন ও আইসিটি–বিষয়ক উপজেলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করেন। এরপর সভায় উপস্থিত সদস্যরা প্রস্তাবটির পক্ষে মত দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন জানান, “সম্প্রতি পাশের উপজেলা মহেশপুরে মোবাইল ফোন নিষিদ্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের জীবননগরেও বিষয়টি নিয়ে কিছুদিন আগে আলোচনা হয়েছিল। আজকের সভায় সিদ্ধান্ত এসেছে—শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন থাকা উচিত নয়। আমরা দ্রুত পদক্ষেপ নেব।”

তিনি বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে সব স্কুল-কলেজে রেজল্যুশন পাঠানো হবে। পাশাপাশি, প্রতিটি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতিদের সঙ্গে বৈঠক করা হবে। সবার সমন্বিত সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ বাস্তবায়ন সম্ভব হবে।

জনপ্রিয়

পঞ্চগড়ে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তিকরন এবং নারী ও শিশুর সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত

স্কুল-কলেজে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

প্রকাশের সময় : ১২:৪১:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সকল স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, যৌন নিপীড়নবিরোধী অভিযোগ গ্রহণ, ইনোভেশন ও আইসিটি–বিষয়ক উপজেলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করেন। এরপর সভায় উপস্থিত সদস্যরা প্রস্তাবটির পক্ষে মত দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন জানান, “সম্প্রতি পাশের উপজেলা মহেশপুরে মোবাইল ফোন নিষিদ্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের জীবননগরেও বিষয়টি নিয়ে কিছুদিন আগে আলোচনা হয়েছিল। আজকের সভায় সিদ্ধান্ত এসেছে—শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন থাকা উচিত নয়। আমরা দ্রুত পদক্ষেপ নেব।”

তিনি বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে সব স্কুল-কলেজে রেজল্যুশন পাঠানো হবে। পাশাপাশি, প্রতিটি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতিদের সঙ্গে বৈঠক করা হবে। সবার সমন্বিত সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ বাস্তবায়ন সম্ভব হবে।