
গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২০ আগস্ট) সকালে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আহ্বায়ক রাকিবুল হাসান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শিমু ও ইনসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রিমন, জেএম রব্বানী এবং উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, সদস্য সচিব লিমন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ঠান্ডু, সদস্য আরাফাতুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মন্ডল ফিরোজ, মিজানুর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল আহসান ডিটল, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সেচ্ছাসেবক দল গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি: 







































