
মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়াতে আত্ম মানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক সংগঠন খালিয়া একতা যুব সংঘের ৭১ সদস্য বিশিষ্ট সাধারণ ও উপদেষ্টা পরিষদ ঘোষনা করা হয়। গত মঙ্গলবার (১৯ আগষ্ট) সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য সংগঠনের চেয়ারম্যান মো দেলোয়ার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে প্রধান উপদেষ্টা হাজী আব্দুর রাজ্জাক, অন্যান উপদেষ্টা,শামসুল আলম, আ: রশিদ বিশ্বাস, লুতফুর রহমান, সালাম মল্লিক, হাজী,ফিরোজ আহম্মেদ,নুরে আলম,হানেফ,আলী, খালিদ আহমেদ,সাইফুল্লাহ, আ: সালাম বিশ্বাস
আ: আলীম,মকিদুল ইসলাম মন্টু, মুস্তাক আহম্মেদ,নুরুল ইসলাম মোল্লা,মোস্তফা কামাল,ওবাইদুর রহমান, রায়হান মাহমুদ।
সিনিয়র সহ সভাপতি হিসেবে আমির হোসেন সহ সভাপতি মিজানুর রহমান মজনু , তুহিন হাসান,রতন মাহমুদ, আলী হোসেন খান, জুলহাস হোসেন, আলহাজ্ব হোসাইন, সি: যু:সাধারণ সম্পাদক, মল্লিক পরান,যুগ্ন সম্পাদক
মিজানুর রহমান পসচিম পাড়া, আকাশ হোসেন দদ, সাংগঠনিক সম্পাদক আশাদুল ইসলাম, লিটন হোসেন জয় , শেখ রুবেল হোসেন, দপ্তর সম্পাদক, রাজিব পারভেজ, কোষাধ্যক্ষ মারুফ বিল্লাহ, প্রচার সম্পাদক
রবিউল ইসলাম চিসতি, শিক্ষা বিষয়ক সম্পাদক, ইমরান হোসেন দিপুল, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক, মিজানুর রহমান, প্রবাসী কল্যাণ সম্পাদক, মুন্না বিশ্বাস, ধর্ম সম্পাদক ওমর আলী হুজুর, প্রতিরক্ষা সম্পাদক হাবিব
সমাজ কল্যান সম্পাদক উজ্জ্বল হোসেন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন আহসান হাবিব, আলামিন হোসেন, শাহিন, হাফিজুর রহমান, রাতুল হাসান টোকন, সুজন মাহমুদ, পিকুল হাসান, ওয়ালিউজ্জামান রিংকু, সোহেল রানা সিনিয়র, রাজু বিশ্বাস, মিজান বিশ্বাস, সুরুজ বিশ্বাস, জসিম মল্লিক, ইসমাইল হোসেন, আসাদুজ্জামান আসাদ, রাজু আহমেদ সিনিয়র, রিয়াজুল ইসলাম, জসিম উদ্দিন, সাদ্দাম হোসেন, নাজমুল হোসেন, বাকী বিল্লাহ, দবির শেখ,. রিয়াজুল ইসলাম মিলন. সোহেল রানা, রাজিব র্যাব, মারুফ ছোট, মাফুজ, বুরহান উদ্দিন, কামাল হোসেন, অলেমান হোসেন নুরুল, ইশা খান, শহিদুল্লাহ শাহের, ডা: আশরাফুল, রাশেদ আহমেদ, মাহফুজ শেখ,.মিঠুন বিশ্বাস রাফিন বিশ্বাস, নিজাম মল্লিক, রঞ্জু মল্লিক, আ: খালেক, আলমগীর হোসেন আলেক, আবু হোসেন, জাকারিয়া আহমেদ, সাকিব হাসান, ফেরদৌস আহম্মেদ।
খালিয়া একতা যুব সংঘের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মো. দেলোয়ার হোসেন বলেন, আমাদের এই সংগঠন সাধারণ মানুষের জন্য নিঃস্বর্ত ভাবে কাজ করে। আমরা করোনা কালিন সময়ে লকডাউনে মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি, মাস্ক,স্যানিটাইজেশর বিতরণ করেছি। ক্যান্সার আক্রান্ত রোগিকে আর্থিক সহায়তা প্রদান করেছি আমরা। মাদাক এর ভয়ালথাবা থেকে যুবসমাজকে রক্ষর্থে আমরা সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমাদের পরিকল্পনা সামনে আমরা আরো বৃহত্ত পরিষরে এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করবো এবং অসহায় দুস্ত মানুষের পাশে এই সংগঠন আছে থাকবে ইনশাআল্লাহ্।
সংগঠন এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী বলেন, খালিয়া একতা যুব সংঘ ১০ বছরে পদার্পণ করতে যাচ্ছে, এই কমিটির সবাই অনেক আন্তরিক, সেবামূলক কাজ করার মন-মানসিকতা তাদের আছে, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সংগঠনের কার্যনির্বাহী সদস্য, ফেরদৌস আহমেদ, সাকিব হাসান এবং মারুফ বিল্লাহর ও সহ সভাপতি মিজানুর রহমান এর প্রতি, তারা অক্লান্ত পরিশ্রম করে এই কমিটি করার চেষ্টা করেছে। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য আত্মমানবাতার সেবা। সে লক্ষ্যে আমাদের সংগঠনের সকল সদস্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আমি সকলের দোয়া কামনা করি।
মেহেদী হাসান, রাজবাড়ী 



















