শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এনায়েতপুরে সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে সরকারি ভর্তুকি মূল্যের ৩৫ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন।
শুক্রবার (২২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় নৌকা ঘাটে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চালগুলো জব্দ করা হয়।
ইউএনও জানান, সরকারি ভর্তুকি মূল্যের চাল কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিলেন। জব্দ করা চাল বর্তমানে সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে এনায়েতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আদালতের নির্দেশে চালগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
অভিযানে এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রের দাবি, উদ্ধার হওয়া চাল খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের অবৈধ বিক্রির অংশ হতে পারে। তাদের মতে, চাল পরিবহনের নৌকার মালিকসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা গেলে প্রকৃত তথ্য উদঘাটন সম্ভব হবে।
জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড শেয়ার ড. ইউনূসের

এনায়েতপুরে সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার

প্রকাশের সময় : ০৪:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে সরকারি ভর্তুকি মূল্যের ৩৫ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন।
শুক্রবার (২২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় নৌকা ঘাটে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চালগুলো জব্দ করা হয়।
ইউএনও জানান, সরকারি ভর্তুকি মূল্যের চাল কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিলেন। জব্দ করা চাল বর্তমানে সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে এনায়েতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আদালতের নির্দেশে চালগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
অভিযানে এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রের দাবি, উদ্ধার হওয়া চাল খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের অবৈধ বিক্রির অংশ হতে পারে। তাদের মতে, চাল পরিবহনের নৌকার মালিকসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা গেলে প্রকৃত তথ্য উদঘাটন সম্ভব হবে।