
স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র বীরমুক্তিযুদ্ধা আব্দুস সালামের সুস্থতা কামনায় তার নিজ এলাকা কিশোরগঞ্জের-হোসেনপুর উপজেলার কুড়িমারা গ্রামের সিদ্দিকীয়া ইসলামিয়া মাদ্রাসার কোরআনের পাখি কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট ) দুপুরে হোসেনপুর উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,হোসেনপুর উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক: আবু বক্কর সিদ্দিক বাক্কার,তাঁতীদলের হোসেনপুর উপজেলা শাখার সদস্য সচিব আশরাফুল ইসলাম,সিদলা ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক: কারা নির্যাতিত নেতা আল মামুন। কিশোরগঞ্জ জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক: উজ্জ্বল মিয়া,উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া প্রমূখ।
এসময় মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম। এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন অন্যান্য শিক্ষকবৃন্দ, স্থানীয় মুরুব্বিয়ান ও মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী।
উল্লেখ্য,বীরমুক্তিযুদ্ধা আব্দুস সালাম বৃহস্পতিবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে ধানমন্ডি ইবনেসিনা সংকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার 






























