
মহানবি হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর পারিবারিক ইতিহাস ইসলামি ঐতিহ্যের এক গৌরবময় ও গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর পিতা আবদুল্লাহ ইবনু আবদিল মুতালিবএবং মাতা আমিনা বিনতে ওয়াহব ছিলেন কুরাইশ বংশের সর্বাধিক মর্যাদাবান, সম্মানিত ও সুপরিচিত ব্যক্তিত্ব। তাদের বংশধারা শুধু মক্কার সমাজেই নয়, সমগ্র আরব উপদ্বীপেই উচ্চ মর্যাদার অধিকারী ছিল। এই পবিত্র বংশেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সর্বশেষ রসুলকে প্রেরণ করেছেন, যার আগমন মানবতার মুক্তি, সত্য, ন্যায় ও দয়া প্রতিষ্ঠার জন্য নির্ধারিত ছিল।
আবদুল্লাহ ইবনু আবদিল মুতালিব
আবদুল্লাহ ছিলেন আবদুল মুতালিবের পুত্র এবং হাশিম বংশের অন্তর্ভুক্ত। হাশিম বংশ কুরাইশ গোত্রের মধ্যে বিশেষ মর্যাদাপূর্ণ ছিল। নবীজির বংশ পরিচয়
مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ بْنِ هَاشِمٍ بْنِ عَبْدِ مَنَافٍ মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু আবদিল মুতালিব ইবনু হাশিম ইবনু আব্দি মানাফ।(সহিহ বুখারি:৩৫৫২)
আবদুল্লাহর বৈশিষ্ট্য
ইবনু ইসহাক ও ইবনু হিশামের মতে, আবদুল্লাহ ছিলেন মক্কার অন্যতম সুন্দর, নৈতিকভাবে পরিশুদ্ধ এবং আমানতদার যুবক। তাঁর সৌন্দর্য, চরিত্র ও মর্যাদার কারণে কুরাইশের মধ্যে তিনি বিশেষ সম্মান পেতেন।
আবদুল্লাহর বিয়ে
আবদুল্লাহর সাথে আমিনা বিনতে ওয়াহব-এর বিবাহ মক্কার অন্যতম সম্মানিত এক বিবাহ হিসেবে বিবেচিত হয়। ইবনে ইসহাকের সিরাতুন্নবি গ্রন্থে এসেছে,
خَطَبَ عَبْدُ الْمُطَّلِبِ لِابْنِهِ عَبْدِ اللهِ آمِنَةَ بِنْتَ وَهْبِ بْنِ عَبْدِ مَنَافٍ আবদুল মুতালিব তার পুত্র আবদুল্লাহর জন্য ওয়াহবের কন্যা আমিনাকে বিবাহের প্রস্তাব দেন। (সিরাত ইবনু হিশাম:১/১৫৯)
নবীজির প্রিয় বাবা আবদুল্লাহর ইন্তেকাল
আমিনার গর্ভে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থাকাকালীন, আবদুল্লাহ সিরিয়ার পথে সফরে গিয়ে ইয়াসরিবে (বর্তমান মদিনা) অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৫ বছর। (তারিখে তাবারি:২/২৪৫)
আমিনা বিনতে ওয়াহব
বংশ পরিচয়
আমিনা বিনতে ওয়াহব ছিলেন কুরাইশ গোত্রের বনু জুহরা বংশের। তাঁর পিতা ছিলেন ওয়াহব ইবনু আবদি মানাফ, যিনি মক্কার অন্যতম সম্মানিত ব্যক্তি। آمِنَةُ بِنْتُ وَهْبِ بْنِ عَبْدِ مَنَافٍ بْنِ زُهْرَةَ(ইসাবা ফি তামইজ আস-সাহাবা, ইবনু হাজর: ৮/ ১৪)
নবীজির জন্মের অলৌকিক ঘটনা
ইবনু কাসির আল-বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে আমিনার বর্ণনা এসেছে,
رَأَيْتُ نُورًا خَرَجَ مِنِّي أَضَاءَتْ لَهُ قُصُورُ بُصْرَى مِنْ أَرْضِ الشَّامِ আমি এক নুর দেখেছি, যা আমার শরীর থেকে বেরিয়ে এসে শামের বুসরা এলাকার প্রাসাদগুলো আলোকিত করে। (আল-বিদায়া ওয়ান নিহায়া:২/২৬৫)
নবীজির প্রিয় মা আমিনার ইন্তেকাল
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাত্র ছয় বছর বয়সে মাতৃহারা হন। আমিনা মদিনা থেকে মক্কায় ফেরার পথে আবওয়া নামক স্থানে ইন্তেকাল করেন। তাঁকে আবওয়া-তেই সমাহিত করা হয়। (সহিহ মুসলিম ৯৭৬)
কুরআনের আলোকে নবীজির বংশ
কুরআনে আল্লাহ বলেন, وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ আর (হে মুহাম্মদ আর আমি তোমার বংশধারাকে সেজদাকারীদের মাঝে পরপর স্থানান্তর করেছি। এই আয়াত দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যে নবীজির বংশধারা সর্বদা ঈমানদারদের মধ্যেই ছিল। আমি তোমার বংশধারাকে সেজদাকারীদের মাঝে পরপর স্থানান্তর করেছি। (সুরা শুআরা:২১৯)
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর পিতা আবদুল্লাহ ও মাতা আমিনার জীবন ইসলামি ইতিহাসে এক অনন্য অধ্যায়। তাঁদের মর্যাদা, বংশের পবিত্রতা এবং নবীজির জন্মের পটভূমি মুসলিম উম্মাহর জন্য এক গর্বের ইতিহাস। —সময় সংবাদ
ধর্ম ডেস্ক 






































