
রংপুরের গংগাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতুতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে টিকটক ভিডিও বানানোর সময় নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন নিরব রায় উৎস (১৮) নামের এক কলেজছাত্র। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকাল ৫টার দিকে নিরবসহ ৭ বন্ধু মহিপুর তিস্তা সেতুতে ঘুরতে আসে। সাহসিকতা দেখানো ও টিকটক ভিডিও বানানোর উদ্দেশ্যে ৩ বন্ধু—সাকিল, নিরব রায় উৎস ও রুপম—নদীতে লাফ দেয়। এর মধ্যে সাকিল ও রুপম সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিরব পানির প্রবল স্রোতে তলিয়ে যায়।
বন্ধুরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে। খবর পেয়ে গংগাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে রাত ৯টা পর্যন্ত তল্লাশি চালায়। তবে নিরবকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ নিরব রায় উৎস নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বাংলা গ্রামের তপন রায়ের ছেলে। তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা হলো—আলামিন (১৮), মাহদী হাসান (১৯), সাকিল (১৮), শ্রী শিশির (১৮), কাইফ কিফায়াত এবং রুপম ইসলাম।
গংগাচড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। রংপুর ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নিরবকে না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।’
গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড তরুণদের জন্য বিপজ্জনক। অভিভাবক ও তরুণদের আরও সতর্ক থাকা জরুরি।
রংপুর প্রতিনিধি 




































