শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে দুদকের গণশুনানি: ১৩৪ অভিযোগের নিষ্পত্তি প্রক্রিয়াধীন

সিরাজগঞ্জ প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোববার অনুষ্ঠিত হয়েছে ১৮১তম গণশুনানি। এতে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পক্ষ থেকে দাখিল করা ১৩৪টি অভিযোগের শুনানি হয়।
প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, দুর্নীতির মূল কারণ সুনীতির অভাব। সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে দ্বন্দ্ব এবং অনৈতিক কর্মকাণ্ড থেকেই দুর্নীতির প্রসার ঘটে। তিনি বলেন, ছোট ছোট অসংগতি একসময় বড় আকার ধারণ করে ভয়াবহ পরিণতি ডেকে আনে। বর্তমান কমিশন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং দুর্নীতি প্রতিরোধে গণশুনানি কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মুহাম্মদ রেজাউল করিম এবং পুলিশ সুপার মো. ফারুক হোসেন।
দিনব্যাপী এ গণশুনানিতে জেলা প্রশাসক উপস্থিত অভিযোগকারীদের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বিকেল ৩টা পর্যন্ত শুনানি কার্যক্রম চলবে।
জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড শেয়ার ড. ইউনূসের

সিরাজগঞ্জে দুদকের গণশুনানি: ১৩৪ অভিযোগের নিষ্পত্তি প্রক্রিয়াধীন

প্রকাশের সময় : ১২:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোববার অনুষ্ঠিত হয়েছে ১৮১তম গণশুনানি। এতে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পক্ষ থেকে দাখিল করা ১৩৪টি অভিযোগের শুনানি হয়।
প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, দুর্নীতির মূল কারণ সুনীতির অভাব। সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে দ্বন্দ্ব এবং অনৈতিক কর্মকাণ্ড থেকেই দুর্নীতির প্রসার ঘটে। তিনি বলেন, ছোট ছোট অসংগতি একসময় বড় আকার ধারণ করে ভয়াবহ পরিণতি ডেকে আনে। বর্তমান কমিশন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং দুর্নীতি প্রতিরোধে গণশুনানি কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মুহাম্মদ রেজাউল করিম এবং পুলিশ সুপার মো. ফারুক হোসেন।
দিনব্যাপী এ গণশুনানিতে জেলা প্রশাসক উপস্থিত অভিযোগকারীদের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বিকেল ৩টা পর্যন্ত শুনানি কার্যক্রম চলবে।