
অতিরিক্ত অস্ত্রোপচারের ফলে সুন্দরী না হয়ে বরং দিন দিন কুৎসিত হয়ে উঠছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। সম্প্রতি নেটিজেনরা অন্তর্জালে এমনই কটাক্ষ করছেন অভিনেত্রীকে। সে কটাক্ষে চুপ না থেকে এবার কড়া জবাব দিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (২২ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি আপলোড করেন মৌনি। এ ছবির পোস্টে হাজার হাজার লাইক দিতে থাকে ভক্তরা। তবে অনেকে অভিনেত্রীকে কটাক্ষ করে মন্তব্যের ঘরে জানাতে শুরু করেন তাদের মতামত।
একজন লেখেন, ‘প্লাস্টিক সার্জারি করে মুখের বারোটা বাজিয়ে ফেলেছেন মৌনি রায়।’
আরেকজন লেখেন, ‘সত্য বরাবরই কটু! আপনাকে তা মানতেই হবে, সে আপনি যেই হোন না কেন। আপনার উচিত ছিল প্লাস্টিক সার্জারির জন্য একজন ভালো সার্জন বেছে নেয়া।’
ভক্তের এমন পরামর্শে পাল্টা জবাব দেন মৌনি। লেখেন, জীবনে কিছু মূল্যবান কাজ করুন। ভালোবাসা দিতে এবং আপনার কাজ সম্পর্কে কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় থাকুন। অন্যথায় এটা এতটাও মূল্যবান নয়।
সোশ্যাল মিডিয়ায় ট্রল বা কটাক্ষের বিষয়টি কীভাবে দেখেন মৌনি, এমন প্রশ্ন অভিনেত্রীকে করা হলে এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিচ্ছু যায় আসে না। আমি দেখিই না। সবাইকে সবার কাজ করতে দিন। এই সব মন্তব্যে মনোযোগ না দিলেই হলো। যদি আড়াল থেকে লুকিয়ে কেউ ট্রল করে আনন্দ খুঁজে পায় তবে তাকে সেটাই পেতে দেয়া হোক।
প্রসঙ্গত, বলিউডে শুধু মৌনিই নয়, ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা, শ্রীদেবীর মতো অসংখ্য তারকা সৌন্দর্য বাড়াতে শরীরে প্লাস্টিক সার্জারি করিয়েছেন। তাই এ বিষয়ে নেটিজেনদের সমালোচনা মোটেও পাত্তা দেন না অভিনেত্রী। বরং সীমা লঙ্ঘন করে কেউ তাকে কটাক্ষ করলে তিনি তাদের দেন কড়া জবাব।
বিনোদন ডেস্ক 







































