
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে ‘ভাত-কাপড়, জমি-কাজ, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত কর এবং শোষণ-বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে বাম বিকল্প গড়ে তোল” এই স্লোগানে জাতীয় গণফ্রন্টের দিনব্যাপী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ আগস্ট) জাতীয় গণফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচী মিলনায়তনে এই কর্মীসভার আয়োজন করা হয়।
জেলা গণফ্রন্টের সমন্বয়ক মো. ছমির উদ্দিনের সভাপতিত্বে কর্মীসভায় অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় গণফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক (ভারপ্রাপ্ত) রজত হুদা, সদস্য মোকলেছুর রহমান, মকসুদ আহম্মেদ মনি। এছাড়াও বক্তব্য দেন জেলা গণফ্রন্টের সদস্য ডা. হাবিবুর রহমান, মো. শাজাহান, ওমর আলী, মো. আলামিন প্রমুখ।
আয়োজিত সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৫৪ বছর এই দেশ স্বাধীন হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল এই দেশে ক্ষমতায় এসেছে। কিন্তু আজ পর্যন্ত এদেশের সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। কিন্তু বর্তমান যে সরকার এসেছে এরা আরও বড় ফ্যাসিস্ট হয়ে উঠছে। দেশে স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান দেখা যাচ্ছে। তাই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বাম শক্তিকেই বিকল্প হতে হবে। একটি সমাজতান্ত্রিক শোষন-বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হলে বাম শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। প্রত্যেক কর্মীকে আর উদার হতে। একজনের সমস্যাকে নিজের সমস্য মনে করে কর্মীর পাশে থাকতে হবে। সকলে চেষ্ট করলে অবশ্যই বাম বিকল্প শক্তি গড়ে তোলা সম্ভব।
রাজবাড়ী প্রতিনিধি 



































