
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর পাশে উজ্জ্বল বোর্ডিংয়ে শাকিব (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শাকিব চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার চারপাশডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের দীন মোহাম্মদের ছেলে। প্রায় ৮-১০ বছর ধরে দৌলতদিয়া ঘাট এলাকায় কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।
রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাকিব হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আশপাশের লোকজন তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের এলাকার মোঃ আজগার আলী মন্ডলের ছেলে মোঃ জহিরুল ইসলাম বলেন, ‘আমি শনিবার সন্ধ্যায় কাজের খোঁজে দৌলতদিয়া ঘাটে আসি। তখনই প্রথম শাকিবের সঙ্গে আমার পরিচয় হয়। আজ সকালে তিনি চা পান শেষে বোর্ডিংয়ে ফেরার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে সামান্য সুস্থ হলেও আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর বোর্ডিংয়ের মালিকসহ আমরা মিলে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ বর্তমানে শাকিবের মরদেহ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ বেলাল হোসেন বলেন, ‘স্থানীয়দের সঙ্গে কথা বলে ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে শাকিব কৃষি শ্রমিক হিসেবে দৌলতদিয়ায় থাকতেন। অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো সন্দেহজনক আলামত না পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
রাজবাড়ী প্রতিনিধি 







































