শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মসজিদে চুরি করতে গিয়ে রানা মিয়া (৩৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। রবিবার (২৫ আগস্ট) গভীররাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ময়মনসিংহ সদরের পরাণগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামের আমছর আলীর ছেলে।

 স্থানীয় সূত্রে জানা যায়, রায়মনি মধ্যপাড়া জামে মসজিদে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এ কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। রোববার রাতে আবারও চুরি করতে এলে স্থানীয়রা রানা মিয়াকে হাতেনাতে আটক করেন। পরে মসজিদ কমিটির পক্ষ থেকে মাইকিং করা হলে উত্তেজিত জনতা ঘটনাস্থলে এসে তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মুনসুর আহাম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত রানা মিয়ার বিরুদ্ধে ছিনতাই ও চুরিসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে।
জনপ্রিয়

আমি অনেক আগে থেকেই বেগম জিয়ার ভক্ত ছিলাম: আসিফ নজরুল

মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০২:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

মসজিদে চুরি করতে গিয়ে রানা মিয়া (৩৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। রবিবার (২৫ আগস্ট) গভীররাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ময়মনসিংহ সদরের পরাণগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামের আমছর আলীর ছেলে।

 স্থানীয় সূত্রে জানা যায়, রায়মনি মধ্যপাড়া জামে মসজিদে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এ কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। রোববার রাতে আবারও চুরি করতে এলে স্থানীয়রা রানা মিয়াকে হাতেনাতে আটক করেন। পরে মসজিদ কমিটির পক্ষ থেকে মাইকিং করা হলে উত্তেজিত জনতা ঘটনাস্থলে এসে তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মুনসুর আহাম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত রানা মিয়ার বিরুদ্ধে ছিনতাই ও চুরিসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে।