
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এক মসজিদের ইমামকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উল্লাপাড়া ইকো পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি উল্লাপাড়া উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের গোয়ালজানি গ্রামের আবু তাহের মুন্সীর ছেলে এবং স্থানীয় মহড়া জামে মসজিদের ইমাম। একইসঙ্গে ওই মসজিদের মক্তবে শিশুদের কুরআন শিক্ষা দিতেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীটি দীর্ঘদিন ধরে দেলোয়ারের কাছে পড়াশোনা করত। এর সূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। সোমবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে ছাত্রীটি দেলোয়ারের সঙ্গে বের হয়। পরে ইকো পার্কে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে।
ঘটনার পর ছাত্রীটির স্বজনরা দুজনকে স্থানীয় বোয়ালিয়া বাজারে নিয়ে আসে। পরে একটি শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও বড়হর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার মাহমুদ বলেন, “ঘটনার পর দুই পক্ষের উপস্থিতিতে শালিসে নিষ্পত্তি করা হয়েছে।”
অভিযুক্ত ইমামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, “ঘটনার বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































