বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় সিএনআরএস-ইভলভ প্রকল্পের সমাপনী ও কার্যক্রম টেকসইকরণে কর্মশালা 

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলায় সিএনআরএস-ইভলভ প্রকল্পের উদ্যোগে “প্রকল্প সমাপ্তি ও কার্যক্রম টেকসইকরণে পরামর্শ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলদার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  ইসরাত জাহান ।
কর্মশালায় প্রকল্পের বিভিন্ন অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা ও মাঠপর্যায়ে কার্যক্রমগুলো কীভাবে টেকসইভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অতিথিরা বলেন, প্রকল্প শেষে কার্যক্রম টেকসইকরণই আসল চ্যালেঞ্জ। এজন্য স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঞ্চালনায় ছিলেন, সিএনআরএস-ইভলভ প্রকল্পের সমন্বয়ক দেবাশীষ কুমার ঘোষ এবং সিএনআরএস এর মোংলা উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আলী। তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, মৎস্য ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে, যা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক প্রতিনিধি, নারী উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন।
জনপ্রিয়

বাংলাদেশে প্রবেশের পর সর্বোচ্চ নিরাপত্তা পাবেন তারেক রহমান

মোংলায় সিএনআরএস-ইভলভ প্রকল্পের সমাপনী ও কার্যক্রম টেকসইকরণে কর্মশালা 

প্রকাশের সময় : ০৮:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলায় সিএনআরএস-ইভলভ প্রকল্পের উদ্যোগে “প্রকল্প সমাপ্তি ও কার্যক্রম টেকসইকরণে পরামর্শ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলদার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  ইসরাত জাহান ।
কর্মশালায় প্রকল্পের বিভিন্ন অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা ও মাঠপর্যায়ে কার্যক্রমগুলো কীভাবে টেকসইভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অতিথিরা বলেন, প্রকল্প শেষে কার্যক্রম টেকসইকরণই আসল চ্যালেঞ্জ। এজন্য স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঞ্চালনায় ছিলেন, সিএনআরএস-ইভলভ প্রকল্পের সমন্বয়ক দেবাশীষ কুমার ঘোষ এবং সিএনআরএস এর মোংলা উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আলী। তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, মৎস্য ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে, যা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক প্রতিনিধি, নারী উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন।