বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সরকার পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী পৌরসভার বড়পুল স্টাফ কোয়ার্টারের বাউন্ডারির ভেতরে রাখা সরকার পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। বুধবার (২৭ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়,
রাজবাড়ী সজ্জনকান্দার মৃত কালীপদ সরকারের ছেলে কুন্জুন কান্তি সরকারের মালিকানাধীন সরকার পরিবহনের রাজবাড়ী ব-১১-০০৭০ নম্বরের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল, সদর থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহায়তায় রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বর্তমানে পোড়ানো বাসটি শ্রীপুর বাস টার্মিনালে রাখা হয়েছে।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খো. মাহমুদুল হক জুয়েল বলেন, গতকাল দিবাগত রাতে আমাদের মালিক সমিতি অফিসের সন্নিকটেই সরকার পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা থানা পুলিশকে জানিয়েছি। তারা যেন অতিসত্বর বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে।
তিনি আরও বলেন, এ ধরনের যারা অপরাধী রয়েছে তারা সমাজ বা রাষ্ট্রের মধ্যে অরাজকতা তৈরি করার পাঁয়তারা করছে। সুতরাং বিষয়টি উদঘাটিত না হলে মানুষ এবং আমাদের মালিক যারা রয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগবে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, এখন পর্যন্ত আমরা থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের পরবর্তী আইনি পদক্ষেপ চললাম রয়েছে।
জনপ্রিয়

সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

রাজবাড়ীতে সরকার পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

প্রকাশের সময় : ০৮:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী পৌরসভার বড়পুল স্টাফ কোয়ার্টারের বাউন্ডারির ভেতরে রাখা সরকার পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। বুধবার (২৭ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়,
রাজবাড়ী সজ্জনকান্দার মৃত কালীপদ সরকারের ছেলে কুন্জুন কান্তি সরকারের মালিকানাধীন সরকার পরিবহনের রাজবাড়ী ব-১১-০০৭০ নম্বরের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল, সদর থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহায়তায় রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বর্তমানে পোড়ানো বাসটি শ্রীপুর বাস টার্মিনালে রাখা হয়েছে।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খো. মাহমুদুল হক জুয়েল বলেন, গতকাল দিবাগত রাতে আমাদের মালিক সমিতি অফিসের সন্নিকটেই সরকার পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা থানা পুলিশকে জানিয়েছি। তারা যেন অতিসত্বর বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে।
তিনি আরও বলেন, এ ধরনের যারা অপরাধী রয়েছে তারা সমাজ বা রাষ্ট্রের মধ্যে অরাজকতা তৈরি করার পাঁয়তারা করছে। সুতরাং বিষয়টি উদঘাটিত না হলে মানুষ এবং আমাদের মালিক যারা রয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগবে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, এখন পর্যন্ত আমরা থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের পরবর্তী আইনি পদক্ষেপ চললাম রয়েছে।