
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর টহল ফাঁড়ির তালতলা খালের পার্শ্ববর্তী বনাঞ্চলে বন বিভাগের বিশেষ অভিযানে আনুমানিক ৪০০ ফুট লম্বা হরিণ শিকারের মালা ফাঁদ উদ্ধার করেছে বনরক্ষীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে স্মার্ট টহল টিম এ অভিযান চালায়।
অভিযানের নেতৃত্ব দেন স্মার্ট টিম লীডার দ্বীলিপ মজুমদার। এসময় তিনি জানান, টহলকালে ফাঁদগুলো অরণ্যের গভীরে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থায় পাওয়া যায়। শিকারিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন”সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। হরিণসহ যে কোনো বন্যপ্রাণী শিকার প্রতিরোধে বন বিভাগ সর্বোচ্চ তৎপর রয়েছে।”
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ 






































